সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা:
২। অনলাইনে ওয়ারিশ সনদ।
৩। অনলাইনে ট্রেড লাইসেন্স।
৪। অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন।
৫। অনলাইনে বিভিন্ন চাকুরীর আবেদন।
৬। অনলাইনে ভর্তির আবেদন।
৭। সকল ধরনের প্রত্যয়ন পত্র।
৮। পরীক্ষার ফলাফল।
৯। বিভিন্ন চাকুরীর ও সনদের আবেদন ফরম।
১০। ফটোকপি।
১১। ছবি থেকে ছবি।
১২। মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ)।
১৩। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন।
১৪। অনলাইনে ই-চালানের মাধ্যমে পেমেন্ট।
১৫। অনলাইনে পাসপোটের আবেদন।
১৬। অনলাইনে বিদ্যুৎ বিল গ্রহণ।
১৭। রবি ও গ্রামীণ সিম রিপ্লেসমেন্ট।
১৮। কম্পোজ
১৯। স্ক্যানিং
২০। প্রজেক্টর ভাড়া
২১। ই-মেইল
২২। ইয়ার টিকেটিং
২৩। ভোটার আইডির লেমোনেটিং কপি।
২৪। ভোটার আইডি কার্ডের ভূল সংশোধনের আবেদন ও পেমেন্ট।
২৫। নষ্ট বা হারানো আইডি কার্ড উত্তোলনের আবেদন ও পেমেন্ট।
২৬। মোবাইল সার্ভিসিং।
২৭। অনলাইনে বাস ও ট্রেনের টিকেট কাটা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস