Title
নতুন ভোটার তালিকা হালনাগাদ-২০২২
Details
ভোটার তালিকা হালনাগাদ ২০২২ইং।
সারা দেশব্যপী আগামী ২০/০৫/২০২২ ইং থেকে পরবর্তী ৩ সপ্তাহ।
বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হতে যাচ্ছে।
নতুন ভোটার হইতে যা লাগবে:
**************************
* জম্ম সাল ২০০৭ হতে হবে।
* অনলাইন জম্ম নিবন্ধন ফটোকপি।
* পিতা/মাতার আইডি কার্ডের ফটোকপি।
* স্বামী/স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি।
* শিক্ষা সনদের ফটোকপি।
* রক্তের গ্রুপ পরিক্ষার সাটিফিকেট।
* হোল্ডিং টেক্স রিসিটের ফটোকপি।